পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সমাজের ছোট বড় সকলের নৈতিক দায়িত্ববোধ থেকে“আসুন আমরা নিজেরা যে যার অবস্থান থেজে পরিস্কার পরিছন্ন রাখি দূষন মুক্ত পরিবেশ গড়ি” এই শ্লোগানের আলোকে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় স্বেচ্ছাশ্রমে বিভিন্ন বিদ্যালয়ে পড়ূয়া শিক্ষার্থীরা মিলে সারা বাংলাদেশে ন্যায় বিডি ক্লিন নামের সংগঠনের ব্যানারে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে গলাচিপা পৌর শহরসহ বিভিন্ন গ্রামের অলিগলিতে পরে থাকা
স্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে। এতে গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
এ সময় তাদের সাথে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অংশ গ্রহন করে। তাদের দাবি আগামী ২৬ শে মার্চ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হওয়ার পূর্বে এ পরিস্কার পরিছন্নতার কাজ সম্পন্ন করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, মহান স্বাধীনতার সূবর্ণ রজতজয়ন্তী উপলক্ষে দেশের সকল জায়গায় এ কর্মসূচী চলছে, তার’ই পাশাপাশি গলাচিপা উপজেলার একটি” বিডি ক্লিন ” সমাজিক সংগঠন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী গ্রহন করায় আমি তাদের স্বাধুবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, তাদের এ কর্মসূচী থেকে নিজেদের এলাকা বা আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে সুন্দর একটি সমাজ তৈরীতে এগিয়ে আসবেন এমনটাই আশা ব্যক্ত করেন তিনি।.