কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় বড় ভাইকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য ছোট ভাইদের সশস্ত্র হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, মালামাল লুট ও মারপিটের অভিযোগ।
এঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভার চিংগুড়িয়া গ্রামের মোসলেম বেপারীর পুত্র আঃ রহিম বেপারী দীর্ঘদিন যাবৎ স্রীসহ এক পুত্র এককন্যা সন্তান নিয়ে বাবার অনুমতিতে বসতঘর নির্মান করে বসবাস করে আসতে থাকে। আঃ রহিম বেপারী স্রীসন্তান বাড়ীতে রেখে কাজের সন্ধানে ঢাকায় যায়। পরে রহিমের ভাই কাশেম বেপারী , ইব্রাহিম বেপারী, ওমর ভাগিনা নাঈম এর সাথে পারিবারিক ঝগড়াঝাঁটি এক পর্যায়ে রহিমের স্রী ডালিয়া বেগম কন্যা রুনা আক্তারকে শারীরিক নির্যাতন করে। পরে রহিম বেপারী গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জিজ্ঞেস করলে বাবা মোসলেম বেপারীর হুকুমে ভাই কাশেম বেপারী, ইব্রাহিম বেপারী, ওমর বেপারী দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে রহিম বেপারীকে গুরুতর আহত করে। রহিমবেপারীর বসতঘর কোপিয়ে ভাংচুরসহ মালামাল লুটপাট পাঁচ লাখ টাকার ক্ষতি করে। পরে অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্হলে অনুসন্ধানে গেলে তাদের সামনে সন্ত্রাসীরা রহিম বেপারীকে মারপিটসহ ঘরে আটকিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে আঃ রহিমের আত্তচিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে রহিম বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় কাশেম বেপারী, ইব্রাহিম বেপারী ও ওমর বেপারীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
এদিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে,ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।