ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় কোন্দলের জেড়ে কবর ভাঙচুর

নুরেআলম জিকু শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় নলতাগ্রামে স্থানীয় কোন্দলের জেড়ে পাকা কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১২ মার্চ) শরীয়তপুর নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের সরদার বাড়ি মসজিদের নিকটস্থ কবর স্থানে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানাযায়, কবরটি স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আনিছউদ্দিন সরদারের স্ত্রীর। গত ১ বছর আগে মসজিদ কমিটির সভাপতির স্ত্রী মারা গেলে তাকে সরদার বাড়ি মসজিদ এর নিকটস্থ কবর স্থানে দাফন করা হয়। কিছুদিন পরে তার কবরের বাউন্ডারি ওয়াল করা হয়। দীর্ঘ এক বছর পরে গত শুক্রবার জুমার নামাজ পড়ার পরে স্থানীয় কয়েকজন মিলে কবরের বাউন্ডারি ওয়াল টি ভাঙচুর করে।

কবরের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার বিষয় মসজিদ কমিটির সভাপতি আনিছ উদ্দিন সরদার বলেন, গত শুক্রবার আমার স্ত্রীর কবরটি কাশেম ছৈয়াল এর নেতৃত্বে বাহার সরদার, বোরহান চৌকিদার, সামু চৌকিদার, আককাম সরদার, সুমন চৌকিদার, গিয়াছুদ্দিন ছৈয়াল, আবু ছৈয়াল ও কামাল ছৈয়াল ভাঙচুর করে। আমি তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত বাহার সরদার বলেন, সভাপতি সাহেব সমাজের কারও সিদ্ধান্ত না মেনে একক সিদ্ধান্তে চলেন। মসজিদ কমিটি ও এলাকার মানুষকে না জানিয়ে মসজিদের কবরস্থানে তিনি তার স্ত্রীর কবর আলাদা করো পাকা করেছেন। গত শুক্রবার মসজিদের মুসল্লীরা উত্তেজিত হয়ে কবরটি ভাঙচুর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় কোন্দলের জেড়ে কবর ভাঙচুর

আপডেট টাইম : ০৬:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

নুরেআলম জিকু শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় নলতাগ্রামে স্থানীয় কোন্দলের জেড়ে পাকা কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১২ মার্চ) শরীয়তপুর নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের সরদার বাড়ি মসজিদের নিকটস্থ কবর স্থানে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানাযায়, কবরটি স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আনিছউদ্দিন সরদারের স্ত্রীর। গত ১ বছর আগে মসজিদ কমিটির সভাপতির স্ত্রী মারা গেলে তাকে সরদার বাড়ি মসজিদ এর নিকটস্থ কবর স্থানে দাফন করা হয়। কিছুদিন পরে তার কবরের বাউন্ডারি ওয়াল করা হয়। দীর্ঘ এক বছর পরে গত শুক্রবার জুমার নামাজ পড়ার পরে স্থানীয় কয়েকজন মিলে কবরের বাউন্ডারি ওয়াল টি ভাঙচুর করে।

কবরের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার বিষয় মসজিদ কমিটির সভাপতি আনিছ উদ্দিন সরদার বলেন, গত শুক্রবার আমার স্ত্রীর কবরটি কাশেম ছৈয়াল এর নেতৃত্বে বাহার সরদার, বোরহান চৌকিদার, সামু চৌকিদার, আককাম সরদার, সুমন চৌকিদার, গিয়াছুদ্দিন ছৈয়াল, আবু ছৈয়াল ও কামাল ছৈয়াল ভাঙচুর করে। আমি তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত বাহার সরদার বলেন, সভাপতি সাহেব সমাজের কারও সিদ্ধান্ত না মেনে একক সিদ্ধান্তে চলেন। মসজিদ কমিটি ও এলাকার মানুষকে না জানিয়ে মসজিদের কবরস্থানে তিনি তার স্ত্রীর কবর আলাদা করো পাকা করেছেন। গত শুক্রবার মসজিদের মুসল্লীরা উত্তেজিত হয়ে কবরটি ভাঙচুর করে।