বাংলাদেশ বিমান ও এয়ারলাইন্সের সঙ্গে জড়িত সকলকে দেশের ভাবমূর্তির কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আমাদের যাত্রীসেবা আরও উন্নত করতে হবে। বিমান বা এয়ারলাইন্সের সঙ্গে যারা জড়িত সবাইকে আমি আহ্বান করব, এটা আমাদের দেশ। লাখো শহীদের রক্তে এদেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব ও কর্তব্য। দেশটা যত উন্নত হবে দেশের অর্থনীতি তত স্বাবলম্বী হবে। আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারব তাতে দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং দেশটা আরো উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন; সেটাই আমি চাই।
রোববার (১৪ মার্চ) সকালে নব্য ক্রয়কৃত ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান করেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজটির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপর একদিকে যেমন আমাদের কোষাগার শূন্য ছিল, তার ওপর বিধ্বস্ত অর্থনীতি, নির্যাতিত মা-বোন যুদ্ধে আহত শহীদ পরিবার থেকে শুরু করে গৃহহারা মানুষ, গণহত্যার শিকার যত মানুষ তাদের সবাইকে পূর্ণবাসন পুনর্গঠন সবকাজগুলি জাতির পিতা করেছিলেন। আবার একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য যা যা করণীয় যে যে প্রতিষ্ঠানে দরকার, সেগুলো প্রতিষ্ঠা করার ভিত করে দিয়ে যান। জাতির পিতা ১৯৭২ সালে দেশে ফিরেই বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা চেষ্টা করি বিমানবন্দর উন্নয়ন করার। যতটুকু উন্নতি তার ভিত্তিটা আমরাই করে দিয়ে যাই। আমরা অবশ্য বেশি দিন ক্ষমতায় থাকতে পারিনি মাত্র ৫ বছর। আবার ৮ বছর পর ক্ষমতায় এসে আমরা আমাদের প্রচেষ্টা চালাই, কিভাবে উড়োজাহাজ সেবাকে উন্নত করতে পারি। উড়োজাহাজ শুধু আমাদের দেশ নয় এটা যখন সারাবিশ্বের উড়ে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। সেজন্য আমাদের সবসময় প্রচেষ্টা ছিল বিমানকে ভালোভাবে সুন্দর গড়ে তোলার। তাছাড়া জাতির পিতার একটা স্বপ্ন ছিল তিনি সবসময় বলতেন ‘বাংলাদেশকে আমি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করব’। আমরা আন্তর্জাতিক ইয়ার রুটের মধ্যে আছি। সেক্ষেত্রে বাংলাদেশ প্রাচ্য এবং পাশ্চাত্য সেতুবন্ধন রচনা করতে পারে। তাছাড়া আমরা দক্ষিণ এশিয়ার মানুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ বৃদ্ধি যাতায়াতের সুযোগ সৃষ্টি করা ব্যবসা বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, কক্সবাজার বিমানবন্দরটাকে উন্নত মানের আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে তৈরির কাজ শুরু করে দিয়েছি। আন্তর্জাতিক এয়ার রুটে এই বিমানবন্দরটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাতে আর্থিকভাবে বাংলাদেশ আরো উন্নত হবে।
নতুন উড়োজাহাজের ফলে আমরা আশেপাশের দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে পারব এবং আমাদের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। মানুষকে সেবা দিতে পারব। আর এই প্লেনগুলো অত্যন্ত আধুনিক।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের হজযাত্রীদের জন্য আগে ভাড়া করে প্লেন এনে পাঠাতো হতো। এখন আর সেটা প্রয়োজন হবে না; আমাদের নিজস্ব উড়োজাহাজে করে হাজিদের খুব ভালোভাবে পাঠাতে পারব এবং ফেরত আনতে পারব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরি হবে, সেটা অত্যন্ত আধুনিক একটি টার্মিনাল। যাতে করে সুপরিসরে বিমান নামা ওঠা এবং আমাদের সেবাটা আরও উন্নত মানের হয়।
নতুন বিমানে আধুনিক সুযোগ সুবিধা থাকবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে সকলেই প্রযুক্তির ব্যবহার চায়। নতুন বিমানে সবগুলো সুযোগ সুবিধা থাকবে অর্থাৎ ওয়াইফাই সংযোগ বা ইন্টারনেট সেবা সবই থাকবে। বিমান বহরে প্রায় ১৬টি নিজস্ব আধুনিক উড়োজাহাজ ক্রয় করা হয়েছে। এ নিয়ে সর্বমোট এখন ২১টি উড়োজাহাজ আছে। সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রীসেবার মান যেন উন্নত হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।