অালোর জগত ডেস্ক : সরকারের কৌশলের অংশ হিসেবেই নির্বাচন কমিশন (ইসি) ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রিজভী বলেন, দলের পক্ষ থেকে আবারো একমাস নির্বাচন পেছানোর দাবি জানান তিনি। ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থাকায় বিদেশি পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে কারণেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে। সকল রাজনৈতিক দলের জন্য সমতল নির্বাচনী মাঠ তৈরি করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি করছি।