মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্বামী সাইফুল ইসলামকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী রোজিনা খাতুনেক (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গাংনীর মালসাদহ থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। বৃহষ্পতিবার সকালে রোজিনাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার রোজিনা খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনার স্বামী সাইফুল ইসলাম (২৭) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম। ওই মামলার প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর(তদন্ত) সাজেদুল ইসলাম।
প্রসঙ্গতঃ সোমবার (৮ মার্চ) রাতে পারিবারিক কলহের জের ধরে দেবীপুর গ্রামে শ^শুর বাড়িতে সাইফুল ইসলাম তার স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে স্ত্রী আহত হন। পরে শ^শুর বাড়ির লোকজন সাফুলকে নির্যাতন করে গাছের সাথে বেঁধে রেখে মুখে বিষ ঢেলে দেয়। আহত অবস্থায় স্বামী স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাইফুলের মৃত্যু হয়।