ফরিদপুরঃ “করোনাকালীন নারী নের্তৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিএসটিসির পক্ষ থেকে রেলী ও নাটক প্রদর্শন অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৯ই মার্চ ২০২১ মঙ্গলবার দুপুরে পিএসটিসি এর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের অধীনে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে রেলী এবং নাটক প্রদর্শনী অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কৈজুরী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাহার ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিএসটিসি ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রেজাউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা পরিমল কুমার কর্মকার, প্রকল্প কর্মকর্তা জেবুননাহার শিলা, হিসাবরক্ষণ কর্মকর্তা পবিত্র কুমার মন্ডলপ্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে রেলী উদযাপন করেন। পরবর্তীতে নাটক প্রদর্শন করা হয়েছে। এ নাটকের মূল বিষয় ছিল নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সকলকে সচেতনতা বৃদ্ধি করা।
উপস্থিত দর্শকরা নাটক দেখে মুগ্ধ হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন আজকের নাটকের দৃশ্য হিসেবে যা বোঝানো হয়েছে যদি বর্তমান ছেলেমেয়েরা মেনে চলতে পারে উপকারে আসবে।
এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প-পপুলেশন সার্ভিসেস এবং ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।