মোঃরিফাত ইসলাম , ফরিদপুর : ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ এর অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর বাজার এলাকা হতে ইয়াবা এবং গাঁজাসহ দুইজন
মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ মার্চ সোমবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর বাজার এলাকায় দুর্গাপুর ও আলোকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী আলোকদিয়া গ্রামের মোঃ শুকুর আলী বিশ্বাসের পুত্র মোঃ নাছিরুল বিশ্বাস (৪৩) ও দুর্গাপুর গ্রামের মোঃ বাসার মন্ডলের পুত্র মোঃ রাসেল মন্ডল (২৭) কে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩২০ (তিনশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭০ (একশত সত্তর) গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন ও ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।