নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বাদেপুটিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রজ্ঞাপন অমান্য করে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই সহকারি প্রধান শিক্ষককে বাদ দিয়ে জ্যেষ্ঠতা ডিঙিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রবিবার ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবুল কাশেম তালুকদার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগটি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয় গভর্নিং বডি এডহক কমিটির সভাপতিকে সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবস্হা গ্রহণের নির্দেশ দিয়েছেন।