ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

ইউটিউবে আঁখির ‘নিয়ম ভেঙ্গে আবার

নন্দিত জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গান ‘নিয়ম ভেঙ্গে আবার’ প্রকাশিত হয় গত ভালোবাসা দিবসে। তবে এবারের ভালোবাসা দিবসের গানটি আঁখি আলমগীরের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘আঁখি আলমগীর অফিসিয়াল’তে প্রকাশিত হয়েছে।গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন তিনি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন কিশোর দাস।

আঁখি আলমগীর বলেন, কিছু গান গাই বা গাইতে হয় কমার্শিয়াল ভাবনা থেকে, কিছু গান গাই গানটার কথা বা সুরের প্রেমে পড়ে-একান্ত নিজস্ব ভালোলাগার কোনো বোধ থেকে। ‘নিয়ম ভেঙ্গে আবার’ আমার সেই বোধ, সেই অনুভবের গান। কিশোর যখন গানটি প্রাথমিক ভাবে সুর করে তখন কল করে আমাকে গেয়ে শোনায়। আমি তখন আমার সংগীত গুরুজি সঞ্জীব দে’র সঙ্গে রেয়াজ করছিলাম আমার বাড়িতেই। গুরুজিও গানটি খুব পছন্দ করেছিলেন। গানটার প্রেমে পড়ে যাই তখনই। গানটি আমার নিজের হাঁটিহাঁটি পায়ে নতুন চলতে শেখা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় বসন্তের দিন কিংবা ভালোবাসা দিবসকে মাথায় রেখে। যদিও আজকাল কোনো উৎসব আমাকে আগের মতো টানে না। বরং মনে হয় এই জীবন, বেঁচে থাকা, পরিবার, বন্ধু, ভালোবাসার মানুষদের সুস্থতা, পাশে থাকাই আমার ব্যক্তিগত উৎসব।

তিনি আরো বলেন, ‘নিয়ম ভেঙ্গে আবার’ গানটি প্রচারের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করবো। নতুন এই গানটির মধ্য দিয়েই আমার চ্যানেলে সেই যাত্রা শুরু হলো। গানটি সবার মধ্যে ভালো লাগা সৃষ্টি করেছে। শিল্পী হিসেবে তাতেই তৃপ্ত আমি। আগামীতে আরো ভালো ভালো কিছু গান আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এরইমধ্যে অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’তে গান গেয়েছেন। ‘তোমাকে খুঁজছি…সবুজের হাত ধরে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর সংগীত করেছেন ইমন সাহা।

বাবার সিনেমা অর্থাৎ নায়ক প্রযোজক পরিচালক আলমগীর পরিচালিত সিনেমা ‘একটি সিনেমার গল্প’ ছবিতে রুনা লায়লার সুরে গাজী মাজহারুল আনোয়ারের কথায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আঁখি আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ইউটিউবে আঁখির ‘নিয়ম ভেঙ্গে আবার

আপডেট টাইম : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

নন্দিত জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গান ‘নিয়ম ভেঙ্গে আবার’ প্রকাশিত হয় গত ভালোবাসা দিবসে। তবে এবারের ভালোবাসা দিবসের গানটি আঁখি আলমগীরের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘আঁখি আলমগীর অফিসিয়াল’তে প্রকাশিত হয়েছে।গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন তিনি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন কিশোর দাস।

আঁখি আলমগীর বলেন, কিছু গান গাই বা গাইতে হয় কমার্শিয়াল ভাবনা থেকে, কিছু গান গাই গানটার কথা বা সুরের প্রেমে পড়ে-একান্ত নিজস্ব ভালোলাগার কোনো বোধ থেকে। ‘নিয়ম ভেঙ্গে আবার’ আমার সেই বোধ, সেই অনুভবের গান। কিশোর যখন গানটি প্রাথমিক ভাবে সুর করে তখন কল করে আমাকে গেয়ে শোনায়। আমি তখন আমার সংগীত গুরুজি সঞ্জীব দে’র সঙ্গে রেয়াজ করছিলাম আমার বাড়িতেই। গুরুজিও গানটি খুব পছন্দ করেছিলেন। গানটার প্রেমে পড়ে যাই তখনই। গানটি আমার নিজের হাঁটিহাঁটি পায়ে নতুন চলতে শেখা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় বসন্তের দিন কিংবা ভালোবাসা দিবসকে মাথায় রেখে। যদিও আজকাল কোনো উৎসব আমাকে আগের মতো টানে না। বরং মনে হয় এই জীবন, বেঁচে থাকা, পরিবার, বন্ধু, ভালোবাসার মানুষদের সুস্থতা, পাশে থাকাই আমার ব্যক্তিগত উৎসব।

তিনি আরো বলেন, ‘নিয়ম ভেঙ্গে আবার’ গানটি প্রচারের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করবো। নতুন এই গানটির মধ্য দিয়েই আমার চ্যানেলে সেই যাত্রা শুরু হলো। গানটি সবার মধ্যে ভালো লাগা সৃষ্টি করেছে। শিল্পী হিসেবে তাতেই তৃপ্ত আমি। আগামীতে আরো ভালো ভালো কিছু গান আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এরইমধ্যে অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’তে গান গেয়েছেন। ‘তোমাকে খুঁজছি…সবুজের হাত ধরে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর সংগীত করেছেন ইমন সাহা।

বাবার সিনেমা অর্থাৎ নায়ক প্রযোজক পরিচালক আলমগীর পরিচালিত সিনেমা ‘একটি সিনেমার গল্প’ ছবিতে রুনা লায়লার সুরে গাজী মাজহারুল আনোয়ারের কথায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আঁখি আলমগীর।