পটুয়াখা জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে মাসুমা বেগম (২৬) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে এমনটাই খবর পাওয়া যায়। গত ২৭ শে ফেব্রুয়ারী ২১ইং তারিখ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা বিলবিলাস গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে । যানাযায়, মাসুমার স্বামী মো, জামাল হোসেন,। মা,মাসুমার কোল জুড়ে ছানিয়া (৮) ও নুসরাত (২) নামে দুটি শিশু সন্তান রয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়াকে লেখাপড়া করানোকে কেন্দ্র করে স্বামী জামালের সঙ্গে স্ত্রী মাসুমা বেগমের কথাকাকাটির ছলে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল তাকে মারধর করেন। এ ঘটনার পরের দিন শনিবারট সকালে মাসুমা স্বামীর সঙ্গে অভিমান করে পাশের ঘরের পিছনে গিয়ে কীটনাশক পান করেন। ওই সময় একই বাড়ির বাবুলের স্ত্রী ডলি আক্তার দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সংবাদ শিরোনাম :
বাউফলে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা!
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০১:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- ১৯৬ বার পড়া হয়েছে
Tag :