আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের একদিন পর খুললো দেশটির ব্যাংক গুলো। তবে এখনও বন্ধ রয়েছে শেয়ারবাজারের কার্যক্রম।
সোমবার নেটওয়ার্ক দুর্বল জানিয়ে আর্থিক সেবা বন্ধ করে দেয় মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে তারা জানায়, মঙ্গলবার থেকে আবার ব্যাংক খোলা যাবে। সোমবার ভোরে মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের গ্রেফতারের পর দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনাবাহিনী।
অং সান সু চিকে আটকের পর থেকে দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন করা হয় টেলিফোনের সংযোগ।
ব্যাংক, পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশব্যাপী দোকানপাটও নির্দিষ্ট সময়ের আগে বন্ধ হয়ে যায়। অবশ্য সব কিছুর কারণ হিসেবে নেটওয়ার্ক ত্রুটির কথা বলা হয়।