আলোর জগত ডেস্ক : পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট সদস্যের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান। আজ বুধবার সকাল নাগাদ তাদের কেউ অফিসে আসেননি। কিন্তু পরে প্রধানমন্ত্রীর তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে চার টেকনোক্র্যাট মন্ত্রী গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
এরা হলেন- ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।