১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
  • ২৭৬ Time View

স্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করল। দুই ট্রান্স তাসমান দেশকেই হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসল পাকিস্তানিরা। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের হাফসেঞ্চুরিতে ১৬৬ রান করে তারা। তারপর স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৭ রানের এই দুর্দান্ত জয়ে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে পাকিস্তান ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বাবর আজম। ‍দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে মোহম্মদ হাফিজের ব্যাট থেকে। এ ছাড়া ফকর জামান ১১ ও সোয়েব মালিক ১৯ রান করেন।

জয়ের জন্য ১৭৬৭ রানের লক্ষে খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৪ রানে কলিন মানরোকে হারানোর পর ১৩ রানের সময় রানআউট হয়ে দলকে বিপদে ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ভাঙনের মিছিল। পাকিস্তানে বোলারদের তোপে ওপেনার গ্লেন ফিলিপস ২৬ ও ইশ সৌদির অপরাজিত ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

Update Time : ০৩:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

স্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করল। দুই ট্রান্স তাসমান দেশকেই হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসল পাকিস্তানিরা। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের হাফসেঞ্চুরিতে ১৬৬ রান করে তারা। তারপর স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৭ রানের এই দুর্দান্ত জয়ে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে পাকিস্তান ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বাবর আজম। ‍দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে মোহম্মদ হাফিজের ব্যাট থেকে। এ ছাড়া ফকর জামান ১১ ও সোয়েব মালিক ১৯ রান করেন।

জয়ের জন্য ১৭৬৭ রানের লক্ষে খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৪ রানে কলিন মানরোকে হারানোর পর ১৩ রানের সময় রানআউট হয়ে দলকে বিপদে ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ভাঙনের মিছিল। পাকিস্তানে বোলারদের তোপে ওপেনার গ্লেন ফিলিপস ২৬ ও ইশ সৌদির অপরাজিত ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।