আন্তর্জাতিক ডেস্ক : স্ট্যাচু অব লিবার্টির চেয়ে দ্বিগুণ উচ্চতার একটি মূর্তি তৈরি করেছে ভারত। বিশ্বের সর্বোচ্চ এ মূর্তিটি রাজনীতিবিদ ও সমাজকর্মী সরদার বল্লভভাই প্যাটেলের। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে শামিল ছিলেন তিনি। অাজ বুধবার গুজরাটের নর্মদা নদীতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির আবরণ উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১০ সালে এটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। এটাকে বলা হচ্ছে ‘স্ট্যাচু অব ইউনিটি’।
সরদার বল্লভভাই প্যাটেলের মূর্তির উচ্চতা ৫৯৭ ফুট (১৮২ মিটার)। প্রায় ১ হাজার ৮৫০ মেট্রিক টন তামা দিয়ে এটি তৈরি। অন্যদিকে স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা স্তম্ভের পাদভূমিসহ ৯৩ মিটার।
সর্বোচ্চ এই মূর্তি তৈরির জন্য তহবিল বরাদ্দ দেয় গুজরাট রাজ্য সরকার। এতে দাতা হিসেবে অংশ নিয়েছে সারা ভারতের কৃষকরা।
মোদি ক্ষমতাসীন বিজেপি এটি তৈরি করলেও সরদার বল্লভভাই প্যাটেল ছিলেন কংগ্রেস পার্টির সদস্য। ভারতের লোকসভায় কংগ্রেস এখন বিরোধী দল।
ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে অহিংস স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিলেন সরদার বল্লভভাই প্যাটেল। তিনিই ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী। স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব।