ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন উতু

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :   ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রধানদ্বীপলুজোনের ইসাবেলা প্রদেশে মঙ্গলবার ভোরে টাইফুন উতু আঘাত হেনেছে। ফিলিপাই নেরবায়ুমণ্ডল, ভৌগলিকওজোর্তি বিদ্যাসেবা প্রশাসন (পিএজিএএসএ) একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
স্থানীয় সময় ভোর৪টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে এবং দমকা হাওয়ারূপে এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২১০কিলোমিটার। এটি ঘণ্টায় ২০কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। প্রভাবে লুজোনের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হতে পারে।
এতেলুজোনের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে । ঝড়ের ফলে সৃষ্ট তিন মিটার উঁচু সামুদ্রিক ঢেউইসাবেলা, সাগাইয়ান, আরোরা, ইলোকোসসুর, ইরোকোসনর্তে, লাইউনিয়ন ও প্যাগাসিনান উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
আবহাওয়া সংস্থা মাছ ধরার ও অন্যান্য ছোট নৌযান কেবিপজ্জনক এলাকায় নাযাওয়ারপরামর্শ দিয়েছে। বড় জাহাজ গুলোকে বিশাল আকারের সামুদ্রিক ঢেউয়ের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক প্রদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার নাগাদ এটি ফিলিপাইন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন উতু

আপডেট টাইম : ০৩:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক ডেস্ক :   ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রধানদ্বীপলুজোনের ইসাবেলা প্রদেশে মঙ্গলবার ভোরে টাইফুন উতু আঘাত হেনেছে। ফিলিপাই নেরবায়ুমণ্ডল, ভৌগলিকওজোর্তি বিদ্যাসেবা প্রশাসন (পিএজিএএসএ) একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
স্থানীয় সময় ভোর৪টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে এবং দমকা হাওয়ারূপে এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২১০কিলোমিটার। এটি ঘণ্টায় ২০কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। প্রভাবে লুজোনের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হতে পারে।
এতেলুজোনের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে । ঝড়ের ফলে সৃষ্ট তিন মিটার উঁচু সামুদ্রিক ঢেউইসাবেলা, সাগাইয়ান, আরোরা, ইলোকোসসুর, ইরোকোসনর্তে, লাইউনিয়ন ও প্যাগাসিনান উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
আবহাওয়া সংস্থা মাছ ধরার ও অন্যান্য ছোট নৌযান কেবিপজ্জনক এলাকায় নাযাওয়ারপরামর্শ দিয়েছে। বড় জাহাজ গুলোকে বিশাল আকারের সামুদ্রিক ঢেউয়ের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক প্রদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার নাগাদ এটি ফিলিপাইন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে ।