ভোলা প্রতিনিধিঃ দ্বীপ ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের তহশিল অফিস সংলগ্ন ৭৬শতাংশ জমির উপর স্থাপিত কাচারিটি সংস্কারের উদ্যোগ নেন বোরহানউদ্দিনের নির্বাহী কর্মকর্তা আঃ কুদ্দুস। সংস্কার শেষে গতকাল রবিবার (২৮ অক্টোবর) ভূমি জাদুঘর হিসাবে উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
পরিদর্শন কালে দেখা যায়, ওই যাদুঘরের নামজারী কর্নারে পিএস,এসএ,আরএস,বিএস খতিয়ান,রেকর্ড সংশোধন বিভিন্ন ধাপ,বিভিন্ন সময়ের স্টাম্প, বিভিন্ন ম্যাপ, বিভিন্ন জাতের মাটিসহ ভূমি সম্পকিত বিভিন্ন কাগজ পত্র রয়েছে। এছাড়া ও রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার,কৃষি ও মৎস্য কর্নার রয়েছে।পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার ভূমি সম্পকিত আরো বিষয়সমুহ সংগ্রহের জন্য নিদ্দেশনা প্রদান করেন। এরপর তিনি জাদুঘরের সামনে একটি গাছের চারা রোপন করেন।
এ সময় তার সাথে ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুর রহমান প্রমুখ। গতকাল সন্ধ্যায় বিভাগীয় কমিশনার বরিশাল কে সংবর্ধনা প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“তোমাদেরকে স্বপ্নের সমান বড় হতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে এবং ওই স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করে যেতে হবে। মনে রাখবা, মানুষ ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়। ওটা মস্তিস্কের ত্রুটি। স্বপ্ন তা-ই যা বাস্তবায়নের প্রচেষ্টা মানুষকে ঘুমাতে দেয় না”।
তিনি আরো বলেন, বর্তমানে প্রতিযোগীতার বিশ্বে টিকতে হলে গুনগত শিক্ষার বিকল্প নেই। আমার বিশ্বাস ইউপিএস স্কুলের শিক্ষার্থীরা গুনগত শিক্ষা অর্জন করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরী ও পরিচালনা করায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস প্রমুখ।