০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ‘ভাঙা নৌকায়’ উঠবে না : মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ২৬০ Time View

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  জনগণ ভোট দেওয়া সুযোগ পেলে আওয়ামী লীগের ভাঙা নৌকায় উঠবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আপনাদের ভয়ের কারণ, আপনারা জানেন যে যদি ভোট দেয়ার সুযোগ পায় আপনাদের ভাঙা নৌকায় জনগণ আর উঠবে না। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গায়ের জোরে বন্দুকের নলের মুখে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি পারবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চলছে। আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে নিয়ে গেলেন এরপর কারাগারে পাঠালেন। এতো ভয় কেনো।

ফখরুল বলেন, সাত দফা দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো। মামলা অনেক হয়েছে, ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। আমরা কারো কাছে মাথা নত করবো না, পরাজিত হবো না।

জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবেদিন, গোলাম আকবর খন্দকার, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবুল খায়ের ভুঁইয়া,  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বেলা ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরে দেড়টার পর কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ‘ভাঙা নৌকায়’ উঠবে না : মির্জা ফখরুল

Update Time : ০১:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮

আলোর জগত ডেস্ক :  জনগণ ভোট দেওয়া সুযোগ পেলে আওয়ামী লীগের ভাঙা নৌকায় উঠবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আপনাদের ভয়ের কারণ, আপনারা জানেন যে যদি ভোট দেয়ার সুযোগ পায় আপনাদের ভাঙা নৌকায় জনগণ আর উঠবে না। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গায়ের জোরে বন্দুকের নলের মুখে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি পারবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চলছে। আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে নিয়ে গেলেন এরপর কারাগারে পাঠালেন। এতো ভয় কেনো।

ফখরুল বলেন, সাত দফা দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো। মামলা অনেক হয়েছে, ভৌতিক মামলা অনেক দিয়েছে। কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। আমরা কারো কাছে মাথা নত করবো না, পরাজিত হবো না।

জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবেদিন, গোলাম আকবর খন্দকার, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবুল খায়ের ভুঁইয়া,  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বেলা ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরে দেড়টার পর কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।