নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেস ম্যাচে জিতে জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার (১১৭) এবং ইমরুল কায়েস (১১৫)।
এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং অসাধারণ ক্রীড়ানৈপূণ্য দেখে গোটা জাতি গর্বিত। এই সাফল্য খেলাধুলার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের ফসল। তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৮৮/৩ (৪২.১ ওভারে) (লিটন ০, ইমরুল ১১৫, সৌম্য ১১৭, মুশফিক ২৮*, মিঠুন ৭*; জার্ভিস ১/৪৭, এনগারাভা ০/৪৪, তিরিপানো ০/৩৩, রাজা ০/৪৭, ওয়েলিংটন মাসাকাদজা ১/৭১, উইলিয়ামস ০/৪৩, হ্যামিল্টন মাসাকাদজা ১/৩)