বিনোদন ডেস্কঃ আবারও মেয়ের মা হলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল রাতে মেয়ের একটি ছবি প্রকাশ করে আনন্দের খবরটি জানালেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ের একটি ছবি দিয়ে দোয়াও চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর। মা ও কন্যা দুজনই সুস্থ আছেন বলেও জানা গেছে।
আরো পড়ুন : রাজধানীতে গ্যাং কালচার বলে কিছু থাকবে না: ডিএমপি কমিশনার
সালমা বলেন, আমি ও মেয়ে সাফিয়া নূর দুজনই ভালো আছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝিতে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে হয় সালমার। সাগর বসবাস করেন লন্ডনে।