নিজস্ব প্রতিবেদক: বাড্ডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৯৪ ব্যাচের পবিত্র ঈদুল আযহার ঈদ পুনর্মিলনীগুলশান লেকপাড়ে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাচের পুরোনো দিনের ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শন করা হয়। মিলনমেলা পুরোনো দিনের স্মৃতিচারণ আড্ডায় জমে ওঠে।
আরো পড়ুন : রিফাত হত্যা: মামলার চার্জশিট দাখিল ৩ সেপ্টেম্বর
এসময় উত্তর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মরহুম ওসমান গনির ছেলে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস উপস্থিত ছিলেন। তিনি সকলের সাথে কুশল বিনিময় করে বলেন ,ঈদ আমাদের একসাথে চলার ও ত্যাগের শিক্ষা দেয়।
তিনি আরো বলেন, সকল কর্মব্যস্ততার মাঝেও পুর্নমিলন সকলের প্রানের খোরাক যোগায় তাই বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এরকম আয়োজন সকলের সুযোগ থাকলে করা উচিত।
এসময় মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি বাদল চৌধুরী বলেন, শুধু পুর্নমিলন নয় প্রতিটি ব্যাচের উচিত সামাজিক কিছু কাজ করা। দেশের প্রয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাড়ানো। প্রাক্তন সকল ব্যাচের যদি কেউ মারা যান তাহলে এই শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে যেন জানাযার ব্যবস্থা করা হয় এব্যাপারে প্রতিষ্ঠানের ব্যাবস্থা নেওয়া উচিত।
এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মৃদু খন্দকার, সিরাজুল গক পাভেল, রসুল আমিন রিন্টু, পলাশ, মোয়াজ্জেম, ব্যবসায়ী সুজন, সীমা, শামীম, সাইফুল্লাহ, মিনার আলম, শামসুল, নাজমা, বীথি, মুসা, মিজু, রাজুসহ অনেকে।