আলোর জগত রির্পোট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ও বরিশালে আরো তিনজন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা হোসেন (৪৩) নামে এক নারী মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরো পড়ুন : অনিয়মের অভিযোগ পেয়ে কমলাপুর রেলস্টেশনে দুদকের অভিযান
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম অসুস্থ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় এবং রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। সোহেলও সোমবার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এদিকে, ঢাকা মেডিকেলে মারা যাওয়া ডেঙ্গু রোগি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলাম নাহিদের স্ত্রী ফারজানা হোসেন।
ঢাকা মেডিকেলে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত জুন মাসে একজন এবং জুলাই মাসে সাতজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।