ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার

আলোর জগত ডেস্কঃ   ধলেশ্বরীতে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্ট পর ২ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। প্রায় ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর রোববার দুপুর ১২টায় আকাশ (১৮), মেহেদী হাসান (১৭)’র মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন :  চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জন

আকাশ সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে। রোববার দুপুরে সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

অপরদিকে রবিবার বেলা ১২টার দিকে ধলেশ্বরী নদীর বলিয়ারপুর এলাকা থেকে মেহেদীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।

নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯

আলোর জগত ডেস্কঃ   ধলেশ্বরীতে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্ট পর ২ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। প্রায় ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর রোববার দুপুর ১২টায় আকাশ (১৮), মেহেদী হাসান (১৭)’র মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন :  চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জন

আকাশ সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে। রোববার দুপুরে সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

অপরদিকে রবিবার বেলা ১২টার দিকে ধলেশ্বরী নদীর বলিয়ারপুর এলাকা থেকে মেহেদীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।

নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।