আলোর জগত ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পাকুন্দিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
ওসি জানান, এতে ঘটনাস্থলেই চার যাত্রীর নিহত এবং আহত হন কমপক্ষে তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে।