আলোর জগত ডেস্ক : রাজধানীর বাড্ডায় গুজব ছড়িয়ে ‘গণপিটুনিতে’ তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। গতকাল বুধবার দিবাগত রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রেনু হত্যাকাণ্ডে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
আরো পড়ুন : ডেঙ্গু নিয়ে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে: সাঈদ খোকন
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গত রাতে গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।
ওসি জানান, ছবি ও ভিডিও ফুটেজ দেখে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
রেনুকে হত্যার ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রেনুর ভাগিনা নাসির উদ্দিন।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় চার বছরের মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় তাকে ‘ছেলেধরা’ সন্দেহে স্কুলের একটি কক্ষ থেকে টেনে বের করে ‘গণপিটুনিতে’ হত্যা করে দুর্বৃত্তরা।