আলোর জগত ডেস্ক : চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের ২ নম্বর গেট সংলগ্ন অংশে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আব্বাস ও মো. মুন্না।
আরো পড়ুন : নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।