আলোর জগত ডেস্ক : নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে বিপ্লব (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে।
আরো পড়ুন : বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ প্রাণ গেলো ১০ জনের
তবে পুলিশ তাকে শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন বলে দাবি করেছে। পুলিশের আরো দাবি, নিহত বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে।
নিহত বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, রাত আড়াইটার দিকে বিপ্লবকে গ্রেপ্তারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়া ডিবি পুলিশের এসআই কামরুল আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।