স্পোর্টস ডেস্ক : আফ্রিকান নেশন্স কাপ ফুটবলে মাদাগাস্কারকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তিউনিশিয়া। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। আর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা।
আরো পড়ুন : ফিটনেস ঠিক রাখার পাঁচ কৌশল জানালেন ক্যাটরিনা!
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সাসি আর ৬০তম মিনিটে ইউসেফ মাসাকানি গোল করলে ২-০তে পিছিয়ে পরে মাদাগাস্কার। আক্রমণের গতি ধরে রাখে তিউনিশিয়া। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে দলটির হয়ে শেষ গোলটি করেন মিডফিল্ডার স্লিতি।