ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ভিসা সহজ করতে ওআইসি দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  ইসলামি দেশগুলো আলোচনার মাধ্যমে পারস্পরিক সমস্যা সমাধান করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী পর্যটনকে বিশ্ববাণিজ্যের ব্র‍্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে পর্যটকদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাই পর্যটন শিল্পের বিকাশে ভিসা সহজ করতে ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা ওআইসি সিটি অব ট্যুরিজম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। ইসলামি অর্থনীতির বিকাশে সংশ্লিষ্ট খাতে ওআইসি সদস্য রাস্ট্রগুলোর সরকারি বেসরকারি সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজন আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন :  টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক নগর। এখানে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিলসহ আরও অনেক নিদর্শন আছে। এছাড়া, ঢাকার জামদানি বিশ্ববিখ্যাত। এ রকম আরও বহু নিদর্শন আছে আমাদের। এগুলোকে আরও আকর্ষণীয় করতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কীভাবে সুন্দর করে গড়ে তোলা যায় সেটা আমাদের দেখতে হবে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, কমেছে দেশের দারিদ্র্য হার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ বেশ সফল। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ।

প্রসঙ্গত, রাজধানী হিসেবে ঢাকার রয়েছে চারশ বছরের ঐতিহ্য। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সাম্প্রতিক তথ্য-বাংলাদেশের জাতীয় আয়ে ভ্রমণ ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান প্রায় ৫০ হাজার কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশেরর উপরে। এমন সম্ভাবনা বিবেচনায় ২০১৯ সালের জন্য ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর পর্যটন নগরী হিসেবে ঢাকাকে নির্বাচিত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে দুইদিনব্যাপী এর আনুষ্ঠানিক উদযাপন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামী পর্যটনের বাজার ২০২১ সাল নাগাদ বেড়ে দাঁড়াবে ২৪৩ বিলিয়ন ডলারে। এই দিক বিবেচনায় ইসলামী পর্যটনকে বিশ্ববাণিজ্য ব্রান্ড হিসেবে গড়ে তোলার উপর জোর দেন শেখ হাসিনা।

ওআইসি ভুক্ত দেশগুলোকে পর্যটন খাতে বিকাশ ও বিনিয়োগে প্রয়োজনে আলাদা জায়গা দেয়ারও আশ্বাস দেন সরকার প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ভিসা সহজ করতে ওআইসি দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট টাইম : ০৪:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯

আলোর জগত ডেস্ক :  ইসলামি দেশগুলো আলোচনার মাধ্যমে পারস্পরিক সমস্যা সমাধান করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী পর্যটনকে বিশ্ববাণিজ্যের ব্র‍্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে পর্যটকদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাই পর্যটন শিল্পের বিকাশে ভিসা সহজ করতে ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা ওআইসি সিটি অব ট্যুরিজম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। ইসলামি অর্থনীতির বিকাশে সংশ্লিষ্ট খাতে ওআইসি সদস্য রাস্ট্রগুলোর সরকারি বেসরকারি সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজন আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন :  টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক নগর। এখানে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিলসহ আরও অনেক নিদর্শন আছে। এছাড়া, ঢাকার জামদানি বিশ্ববিখ্যাত। এ রকম আরও বহু নিদর্শন আছে আমাদের। এগুলোকে আরও আকর্ষণীয় করতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কীভাবে সুন্দর করে গড়ে তোলা যায় সেটা আমাদের দেখতে হবে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, কমেছে দেশের দারিদ্র্য হার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ বেশ সফল। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ।

প্রসঙ্গত, রাজধানী হিসেবে ঢাকার রয়েছে চারশ বছরের ঐতিহ্য। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সাম্প্রতিক তথ্য-বাংলাদেশের জাতীয় আয়ে ভ্রমণ ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান প্রায় ৫০ হাজার কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশেরর উপরে। এমন সম্ভাবনা বিবেচনায় ২০১৯ সালের জন্য ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর পর্যটন নগরী হিসেবে ঢাকাকে নির্বাচিত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে দুইদিনব্যাপী এর আনুষ্ঠানিক উদযাপন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামী পর্যটনের বাজার ২০২১ সাল নাগাদ বেড়ে দাঁড়াবে ২৪৩ বিলিয়ন ডলারে। এই দিক বিবেচনায় ইসলামী পর্যটনকে বিশ্ববাণিজ্য ব্রান্ড হিসেবে গড়ে তোলার উপর জোর দেন শেখ হাসিনা।

ওআইসি ভুক্ত দেশগুলোকে পর্যটন খাতে বিকাশ ও বিনিয়োগে প্রয়োজনে আলাদা জায়গা দেয়ারও আশ্বাস দেন সরকার প্রধান।