স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেই সফরের সূচি প্রকাশ পেল এবার।
আরো পড়ুন : পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক প্রকাশিত সূচিতে জানা গেছে, সফরের উদ্দেশে আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এক সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা পৌঁছে পুরো জুলাই মাসই সেখানে কাটাবে মাশরাফি বাহিনী। সফর শেষ করে ১ আগস্ট দেশের উদ্দেশে রওয়ানা হবেন ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, অর্থাৎ ২৬, ২৮ ও ৩১ জুলাই দুপুর থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে টাইগারভক্তদের।
যদিও এফটিপি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের শেষদিকে। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপের পরপরই সফরের প্রস্তাব করে। বিপিএল আয়োজনের কথা মাথায় রেখে তাতে রাজিও হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও শ্রীলঙ্কার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে বেশ সময় নিয়েছে বিসিবি।
একনজরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি: