আলোর জগত ডেস্ক : বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বরগুনায় রিফাত হত্যা মামলায় গ্রেফতারকৃত ৯ আসামির মধ্যে পাঁচজনকে মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল সোমবার বিকাল ৪টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এর মধ্যে আসামি তানভীর ও অলি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
আরো পড়ুন : রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আরো পড়ুন : নয়ন বন্ড নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ রিফাতের বাবার
আরো পড়ুন : নয়ন বন্ড নিহত: মৃত্যুর খবরে কী বললেন রিফাতের স্ত্রী মিন্নি
অপর তিন আসামী সাইমুন, সাগর ও নাজমুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্য দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় অলি এবং তানভীরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার সন্দেহভাজন শ্রাবণ নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া এজাহারভূক্ত আসামিরা হলো বরগুনা পৌরসভার ৫নং ওয়ার্ডের অরুন চন্দ্র সরকারের ছেলে ৪নং আসামি চন্দন (২১) এবং ৯নং আসামি বরগুনা কলেজ রোডের আয়নাল হকের ছেলে মো, হাসান (১৯), ১১নং আসামি ওলি, ১২নং আমামি টিকটক হৃদয়।
সন্দেহজনক গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে বরগুনা সদর উপজেলার পোটকাখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হাসান (১৮), বরগুনা পৌরসভার ধানসিঁড়ি সড়কের নয়া মিয়ার ছেলে তানভীর (২২), সদর উপজেলার নলী মাইঠা গ্রামের আ. লতিফ খানের ছেলে মো, সাগর (১৯) এবং হাজারবিঘা গ্রামের কায়সার মিয়ার ছেলে কামরুল হাসান সাইমুন (২১)।
মামলার তদন্তকারী কর্মকর্মা মো. হুমাযুন কবীর গ্রেফতারকৃত আসামিদেরকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করলে আদালতে শুনানি শেষে সন্ধ্যা ৭টায় উপরোক্ত আদেশ প্রদান করেন।