গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে গাজীপুরের পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান গাড়িকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের এক আরোহী নিহত ও আরও ৫ আরোহী আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে পিকআপের আরেক আরোহী মারা যায়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।