আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খন্ড রাজ্যে মঙ্গলবার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ জন যাত্রী।
আরো পড়ুন : আ.লীগ হীরার মতো, যত আঘাত আসে তত শক্তিশালী হয়, বললেন শেখ হাসিনা
সকালে রাজ্যের গারহাওয়া এলাকা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। তারা সড়ক থেকে গভীর খাদে পড়ে যাওয়া বাসটিতে আটকে থাকা হতাহত যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছেন। এখনও বাসটিতে ১২জন যাত্রী আটকা পড়ে আছেন বলে স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
বাসটি ছত্রিশগড় থেকে গারহাওয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।