নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
সোমবার রাত ৪ টার দিকে উপজেলার চরজাব্বার ইউনিয়নের পশ্চিম চরজাব্বারের কাঞ্চন বাজারে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ফকির বাতাইন্যা লক্ষ্মীপুর জেলার রামগতির টুমচরের মোস্তফা বাতাইন্যার ছেলে।তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা সোমবার রাত ৪টার সময় কাঞ্চন বাজারের পাশে জলদুস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যাকে গ্রেফতার করতে যায়। তখন তার বাড়িতে প্রবেশ করার আগেই র্যাবের উপস্থিতি টের পেয়ে যান বাতাইন্যা। র্যাবের ওপর তার লোকজন গুলি চালায়। প্রায় ১৫ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় র্যাবের দুই সদস্যের গায়ে বুলেট প্রুপ জ্যাকেট থাকার পরও তারা আহত হন। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে তার ঘর তল্লাশি করা হয়। তখন ফকির বাতাইন্যর গুলিবিদ্ধি দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে স্থানীয় চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।