ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক :  লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের নৈপুণ্যে ইকুয়েডোরকে ৪ গোলে ভাসিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা উরুগুয়ের। সোমবার ম্যাচের ৬ মিনিটে নিকোলাস লোদেইরোর গোলে লিড নেয় প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন :  শিগগির নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ: ওবায়দুল কাদের

২৪ মিনিটে আমেরিকান ক্লাব সিয়াটেল সাউন্ডার্সের মিডফিল্ডার লোদেইরোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডোর মিডফিল্ডার হোসে কুইনতেরো। ১০ জনের প্রতিপক্ষ পেয়ে এই সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন কাভানি। ৩৩ মিনিটের মাথায় হাওয়ায় ভেসে বাই সাইকেল কিকের মাধ্যমে গোল করেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

অন্যদিকে, বার্সা ফরোয়ার্ড সুয়ারেজ প্রথমার্ধ শেষ হবার ১ মিনিট আগে গোল করেন। এতে ৩-০ ব্যবধানে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ইকুয়েডোর। উল্টো বল বিপদমুক্ত করতে গিয়ে ৭৮ মিনিটে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার আর্তুরো মিনা। বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্কার তাবারেজের শিষ্যরা।

এর আগে অপর ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নেয়া এশিয়ার প্রতিনিধি কাতার।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু উরুগুয়ের

আপডেট টাইম : ০২:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

স্পোর্টস ডেস্ক :  লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের নৈপুণ্যে ইকুয়েডোরকে ৪ গোলে ভাসিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা উরুগুয়ের। সোমবার ম্যাচের ৬ মিনিটে নিকোলাস লোদেইরোর গোলে লিড নেয় প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন :  শিগগির নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ: ওবায়দুল কাদের

২৪ মিনিটে আমেরিকান ক্লাব সিয়াটেল সাউন্ডার্সের মিডফিল্ডার লোদেইরোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডোর মিডফিল্ডার হোসে কুইনতেরো। ১০ জনের প্রতিপক্ষ পেয়ে এই সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন কাভানি। ৩৩ মিনিটের মাথায় হাওয়ায় ভেসে বাই সাইকেল কিকের মাধ্যমে গোল করেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ৩২ বছর বয়সী স্ট্রাইকার।

অন্যদিকে, বার্সা ফরোয়ার্ড সুয়ারেজ প্রথমার্ধ শেষ হবার ১ মিনিট আগে গোল করেন। এতে ৩-০ ব্যবধানে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ইকুয়েডোর। উল্টো বল বিপদমুক্ত করতে গিয়ে ৭৮ মিনিটে নিজেদের জালে পাঠান ডিফেন্ডার আর্তুরো মিনা। বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্কার তাবারেজের শিষ্যরা।

এর আগে অপর ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নেয়া এশিয়ার প্রতিনিধি কাতার।