বিনোদন ডেস্ক : ভারতের বিনোদন অঙ্গন পেল নতুন রূপসীকে। গতকাল শনিবার রাতে ঘোষিত হলো ২০১৯ সালের মিস ইন্ডিয়ার নাম। তিনি হলেন রাজস্থানের সুমন রাও। আর সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের রাতে নেচে মঞ্চ কাঁপালেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। তাঁর নাচে দিশেহারা অন্তর্জালের ভক্তকুল।
আরো পড়ুন : পুষ্টি গুণে ভরপুর লটকন
ক্যাটরিনার নাচের দক্ষতার কথা বিনোদনপ্রেমীদের সবাই অবগত। মঞ্চে পারফর্মের আগে কঠোর অনুশীলন করেন তিনি। আর মঞ্চে উঠলেই দর্শক দেখেন নিখুঁত নাচ। নিজের ইনস্টাগ্রাম পেজে নাচের রিহার্সেলের ভিডিও শেয়ার করতে ভোলেননি ক্যাটরিনা। সেই ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ১৫ লাখ ৪০ হাজারের বেশিবার। বোঝাই যাচ্ছে, তাঁর নাচ দেখতে ব্যাকুল অনুরাগীরা।পরে মঞ্চে পারফর্মের একটি ছবিও পোস্ট করেন ক্যাটরিনা কাইফ।
শুধু ক্যাটরিনা কাইফই নন, ভিকি কুশল, মৌনি রায় ও নোরা ফাতেহিও নাচেন চূড়ান্ত পর্বের মঞ্চে। মিস ইন্ডিয়া ২০১৯-এ গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালক ছিলেন নির্মাতা-প্রযোজক করণ জোহর ও ‘উরি’ খ্যাত অভিনেতা ভিকি কুশল। ছিলেন মিস ইন্ডিয়া-ওয়ার্ল্ড ২০১৭ বিজয়ী মানসী চিল্লার।
ভারতের ৩০টি রাজ্যের বিজয়ীরা চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করেন। মুকুট ওঠে ২০ বছরের তরুণী সুমন রাওয়ের মাথায়। সূত্র : ডিএনএ, ইন্ডিয়া টুডে