আলোর জগত ডেস্কঃ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে।তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগে টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) পদে কর্মরত।
আরো পড়ুন : আষাঢ়ের প্রথমদিনেই রাজধানীতে স্বস্তির বৃষ্টি
আরো পড়ুন : কোপার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজএিস কলোনি এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ টিম তাকে আটক করে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, গোপনে খবর পেয়ে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিজিএস কলোনির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে লুকানো অবস্থায় ছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।