আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভবনের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউইয়র্ক শহরের ম্যানহ্যাটনের সপ্তম এভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : মালিতে হামলায় এক গ্রামেই নিহত ১০০
নিহত ব্যক্তি ওই হেলিকপ্টারের পাইলট বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক সংবাদ মাধ্যমে নিহত পাইলটের নাম টিম ম্যাককরম্যাক বলে জানানো হয়েছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানান মেয়র ব্লাজিও।