আলোর জগত ডেস্ক : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এক এমপিপুত্র নিহত হয়েছেন। তার নাম আকিব রেজা। আজ মঙ্গলবার ভোরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান তিনি। নিহত আকিব কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছোট ছেলে। তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আরো পড়ুন : চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মামা ভাগ্নি নিহত
জানা গেছে, ভোরে নৈশকোচে ঢাকায় আসেন আকিব। ভুলে কল্যাণপুরে ব্যাগ রেখে মোহাম্মদপুরে নিজ বাসায় চলে আসেন তিনি। পরে ব্যাগ আনতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ভোরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় সাবেক এক এমপি বাচ্চুর ছেলে গুরুতর আহ হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।