বিনোদন ডেস্ক : অজয় দেবগানের বাবা বীরু দেবগান আর নেই। গতকাল সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার।
আরো পড়ুন : জাপান নিয়ে আমার মধ্যে মোহ কাজ করত : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : জাপানে ছুরি হামলায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩
আরো পড়ুন : মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি
দেবগানের পরিবারের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিখ্যাত অ্যাকশন মাস্টার তথা অজয় দেবগানের বাবা বীরু দেবগান সোমবার সকালে প্রয়াত হয়েছেন।
বীরু দেবগান বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছিলেন আত্মীয়রা। কিন্তু শেষরক্ষা হল না।
অমৃতসরে জন্মগ্রহণ করা বীরু দেবগান মুম্বইতে গিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। ৮০টিরও বেশি ছবিতে সফলভাবে কাজ করেছেন তিনি। তার চার সন্তানের মধ্যে অজয় অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগান পরিচালনার সঙ্গে যুক্ত। বীরুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।