আলোর জগত ডেস্ক : বাংলাদেশের পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে এই দুই নারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এদের একজনের বয়স ৫৮ বছর, অন্য জনের বয়স ৬৩ বছর।
আরো পড়ুন : পদ্মা সেতু : বসলো ১৩তম স্প্যান, দৃশ্যমান হলো ২ কিলোমিটার
আরো পড়ুন : ট্রেনের টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়
আরো পড়ুন : ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার
এসবির ঢাকা নগর জোনের এসআই জাহিদ হাসান জানান, তারা ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলে। তখন তাদের আটক করা হয়।