স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নিষ্পত্তি হলো শেষ রাউন্ডে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে ছিল সহজ সমীকরণ। ব্রাইটনের বিপক্ষে জিতলেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল। তাতে ভুল করেনি পেপের শীষ্যরা। ব্রাইটনকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল করেছেন, আগুয়েরো লাপোর্তে, রিয়াদ মাহারেজ ও গুন্ডুগান।
আরো পড়ুন : এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন : ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত
অন্য ম্যাচে জিতেও লাভ হয়নি দুর্দান্ত মৌসুম কাটানোর লিভারপুলের। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা উলভসের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। কিন্তু ম্যান সিটির জয়ে লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
গ্লেন মারের গোলে সিটি পিছিয়ে পড়ার পর ম্যাচের সমতা টানেন সার্জিও আগুয়েরো। কিছুক্ষণ পর এমেরিক লাপোর্তের গোলে এগিয়ে যায় তারা। আর দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজ ও ইলকাই গুনদোগানের গোলে বড় জয় পায় চ্যাম্পিয়নরা।