স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে ঝড় তুলেছেন বাংলাদেশের নারী ক্রিকেটের সেরা পেসার জাহানারা আলম। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ‘মেয়েদের আইপিএল’ খ্যাত ভারতের উইমেন্স টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে দুর্দান্ত বল করেছেন জাহানারা। তার বোলিং তোপের পর দল জিততে না পারলেও জাহানারা ছড়িয়েছেন পেস বোলিংয়ের সৌরভ। বিশেষ করে কিউই ব্যাটার সোফি ডিভাইনকে যেভাবে তিনি বোল্ড করেছেন, সেই ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল।
আরো পড়ুন : সাড়া দিচ্ছেন এটিএম শামসুজ্জামান, খোলা হলো লাইফ সাপোর্ট
ভারতের চলতি উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে সুপারনোভাসের মুখোমুখি হয়েছিল জাহানাররা দল ভেলোসিটি। আগে ব্যাট করে নেমে ভেলোসিটি ৬ উইকেটে ১২১ রান তুলেছিল। এরপর ফিল্ডিংয়ে নেমে ভেলোসিটি চেপে ধরে সুপারনভাসকে। যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের জাহানারা। ৪ ওভারে মাত্র ২১ রানে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে প্রথম ৩ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান! সুপারনোভাসের ব্যাটসম্যান সোফি ডিভাইনের স্টাম্প উপড়ে দেওয়ার সেই দৃশ্য দেখে ধন্য ধন্য করছেন ক্রিকেটপ্রেমীরা।
জাহানারার ওই বলটি অফ সাইডে খেলার চেষ্টা করেছিলেন ডিভাইন। কিন্তু জাহানারার কবজির কাছে হার মানতে হয়েছে। বলটা পরে সোজা ভেতরে ঢুকে স্টাম্প উপড়ে দেয়। সেই আউটের ভিডিওস শেয়ার হচ্ছে সোশ্যাল সাইটে। অনেকেরই প্রশ্ন, মেয়েদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি কি সেরা আউট? অবশ্য দল না জেতায় জাহানারা ম্যাচ শেষে হাসতে পারেননি। তবে সোশ্যাল সাইটে নজর রাখলেই বোঝা যায়, তিনি ভারতের বহু ক্রিকেটপ্রেমী এবং তার ফ্র্যাঞ্চাইজির মন জিতে নিয়েছেন।