আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। তিন থেকে চারজন সশস্ত্র সন্ত্রাসী হোটেলে ঢোকার পর গুলি ছুড়েন।গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সন্ত্রাসীরা পিসি হোটেলে ঢুকে পড়ে। এখন পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে এমন তথ্য জানা গেছে।
আরো পড়ুন : একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু আজ থেকে
আরো পড়ুন : ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৩৭ বাংলাদেশির মৃত্যু
বিলাসবহুল হোটেলটির মধ্যে এখন কোনো বিদেশি নাগরিক নেই বলে আসলাম বানগুলজাই জানিয়েছেন।
পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট বলেন, দুই থেকে তিনজন সশস্ত্র লোক গুলি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। তবে সেখানে কোনো বিদেশি নেই। হোটেল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ভেতরে।
হামলাকারীরা একটি নৌকায় করে এসে হোটেলে ঢুকে পড়ে। দেশটির ফ্রন্টিয়ার কোর্পসের সদস্যরা হোটেলটি ঘিরে রেখেছে। সেখানে এখন কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
গওধারের কোহ-ই-বাটিল হিলে পাঁচতারকা হোটেল পার্ল কন্টিনেন্টাল অবস্থিত। এর কয়েক সপ্তাহ আগে ওরমারায় সন্ত্রাসীরা নৌ, বিমান ও কোস্ট গার্ডের ১১ সদস্যসহ ১৪ জনকে হত্যা করেছে।