আলোর জগত ডেস্ক : পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন : কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই
আরো পড়ুন : আলেম-ওলামাদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার আজ
এরই মধ্যে মনিটরিং সেল কাজ শুরু করেছে। বাজারে কোনো পণ্যের দাম দোকানদার বেশি নিলে ৯৫৪৯১৩৩, ৯৫১৫৩৪৪, ০১৭১২১৬৮৯১৭, নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি গতকাল দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেছেন, পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই।
বাণিজ্যমন্ত্রী এর আগে মনিটরিং সেল গঠনের বিষয়ে সাংবাদিকদের বলেছেন, কেউ যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য আমরা এবার কঠোর থাকব।