আন্তর্জাতিক ডেস্ক : ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার ঘটনায় বোরকা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। বোরকা ছাড়াও কোনো ধরনের মুখ ঢাকা পোশাকের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় নিরাপত্তায় স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার এ বিষয়ে ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। আজ সোমবার থেকে এ আইন কার্যকর হবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে বোরকা নিষিদ্ধ করার স্বপক্ষে দিন দুয়েক আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়।
আরো পড়ুন : বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র্যাব
আরো পড়ুন : কৌতুক অভিনেতা আনিস আর নেই
গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হন। আহত হন আরও পাঁচ শতাধিক। কয়েকটি গির্জা ও হোটেলে এই ভয়াবহ হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও দুই দিন পর এ ঘটনায় দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। এছাড়া শ্রীলঙ্কা এই হামলার পেছনে এনটিজে নামের একটি সংগঠনকে দায়ী করে।