গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি- নিহত ওই যুবক অস্ত্র ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য সানা উল্লাহ ও উজ্জল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : ঈদে রাজধানীর ৬ স্থানে মিলবে ট্রেনের টিকিট
আরো পড়ুন : ব্রিটেনে তারেক ও জোবাইদার তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ
আরো পড়ুন : চলচ্চিত্র নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই
আরো পড়ুন : বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আরো পড়ুন : ক্রিম জাম মিষ্টি বানাবেন যেভাবে
কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে র্যাব-১ এর একটি টহল টিম গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় যায়। এ সময় তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থামালে উপস্থিতি টের পেয়ে ৬/৭জন সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায় এবং ঘটনাস্থলে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।