আলোর জগত ডেস্ক : রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৮ টার দিকে পার্কিং-২ এর পাশেই বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সুত্র জানান, ফায়ার সার্ভিস ৮টা ০৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।