আলোর জগত ডেস্ক : এ বছরই আরো পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে নবরূপে সংস্কার করে পাঁচ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরসহ দেশের প্রতিটি বিভাগে একটি করে ১০০ শয্যার ক্যান্সার ও কিডনি হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে। জেলা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালিসিস সেন্টার চালু এবং বিভিন্ন হাসপাতালে নতুন আরো ১০০ শয্যার আইসিইউ স্থাপন করা হবে। গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, দেশের প্রত্যেক মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব পর্যায়ের হাসপাতালে সেবার মান বাড়ানো হবে। চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। আরো বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা।