ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার (৫ এপ্রিল) রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারীগামী বরকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মাঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয়া পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।

আহত যাত্রীরা জানান, চালক বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি বলেন, বাসচালকের বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের ৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫

আপডেট টাইম : ০৪:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার (৫ এপ্রিল) রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারীগামী বরকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মাঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয়া পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।

আহত যাত্রীরা জানান, চালক বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি বলেন, বাসচালকের বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের ৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।